-->
শিরোনাম

শেরপুরে নিহত শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়

শেরপুর প্রতিনিধি
শেরপুরে নিহত শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে ময়মনসিংহ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সমন্বয়করা বক্তব্যে বলেন, শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকল পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আশা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের দ্বায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবেন।

নিহত পরিবারের স্বজনরা বক্তব্য বলেন, আমরা ছেলে-মেয়ে হারিয়েছি। এখন অসহায় হয়ে দিন কাটাচ্ছি। আমাদের খোঁজ-খবর রাখার মতো কেউ নেই। এসময় তারা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

এসময় ময়মনসিংহ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম, লুতফুর রহমান, আহনাফ সাঈদ খান, সরকারি তিতুমীর কলেজ শাখার সমন্বয়ক শাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাকিবুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সূচনা আফরিন শর্মি, সুমাইয়া আফরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ইসরাত জাহান সুমনা, শান্তা মরিয়ম ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম আইনী, শেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিতু, আরাফাত, তৌহিদুর রহমান রহমান তৌহিদ, সোহানুর রহমান সোহান সহ নিহত-আহত পরিবার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version