-->
শিরোনাম

সিলেটে সম্মিলিত ভিজূয়্যাল শিল্পী সংস্থার আত্মপ্রকাশ

সিলেট প্রতিনিধি
সিলেটে সম্মিলিত ভিজূয়্যাল শিল্পী সংস্থার আত্মপ্রকাশ

বৃহত্তর সিলেটি শিল্পীদের পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট কার্যাবলী পেশাগত মান উন্নয়ন ও সিলেটের প্রকৃত সংস্কৃতি প্রেমীদের একই ফ্রেমে নিয়ে আসার লক্ষে বিগত ৩০/০৮/২০২৪ ইং তারিখে তালতলাস্থ মাহমুদ শাহ মার্কেটে

সিলেটের বিভিন্ন মাধ্যমের শিল্পীদের নিয়ে সকলের মতামতের ভিত্তিতে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট কাযকরি কমিটি গঠনের মাধ্যমে সিলেটি ভিজূয়্যাল শিল্পী সংস্থা সিলেট,বাংলাদেশ গঠিত হয় । সিলেটি কৃষ্টি ও সংস্কৃতি দেশ তথা বহি:বিশ্বে সিলেটি ও বালাভাষী সকলের কাছে সমাদৃত।

সিলেটি আঞ্চলিক নাটক,গানের আলাদা একটা স্বকিয়তা রয়েছে। অপসংস্কৃতি রোধ করে প্রকৃত ও মার্জিত সংস্কৃতির চচার্চর মাধ্যমে সিলেটি সংস্কৃতিকে কে আরো সমৃদ্ধ করার প্রয়াস চালিয়ে যাবার প্রত্যয় নিয়ে সকল সংস্কৃতিকমীদের সাথে নিয়ে কাজ করার মাধ্যমে সিলেটি বিজূয়্যাল শিল্পী সংস্থা কাজ করে যাবে । এতে সকলের মতামতের ভিত্তিতে নিবাচিত কাযকরি কমিটির সদস্যরা হলেন : সভাপতি: রোটারিয়ান কার্তিক পাল,সহ সভাপতি: জামাল উদ্দিন আহমেদ, সহ সভাপতি: কবির খান,সাধারণ সম্পাদক: শিপলু রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক: ইয়াছিন আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক: সোহেল আহমেদ,

সহ সাংগঠনিক সম্পাদক: বেলাল আহমেদ, অর্থ সম্পাদক: মোজাহিদ আহমেদ

সহ অর্থ সম্পাদক: মো:আনোয়ার জাহানপ্রচার সম্পাদক:শাহীন আহমেদ,সহ প্রচার সম্পাদক: দুখী হাছান,দপ্তর সম্পাদক:শেখ খালিদুর রহমান সাহিদ,সহ দপ্তর সম্পাদক:সোনালী আক্তার রিতা,র্ধম সম্পাদক: নিজাম উদ্দিন কলাপুরি, মহিলা সম্পাদিকা:ফাতেমা বেগম সাদিয়া,সহ মহিলা সম্পাদিকা: তানিয়া আক্তার জান্নাত, সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল মতিন লাল,ক্রিড়া সম্পাদক: রবিউল মিয়া,কার্যকারী সদস্য:মো: জামাল হিরা,সুমন তালুকদার জাহিদ শিপলু ৭২ জন সাধারণ সদস্য

 

ভোরের আকাশ/মি

 

মন্তব্য

Beta version