-->
শিরোনাম
ভোরের আকাশে খবর প্রকাশের পর

শ্রীপুরে লবলং নদী দখলমুক্ত করতে ডেকো গার্মেন্টসকে সময় বেঁধে দিল এসিল্যান্ড

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
শ্রীপুরে লবলং নদী দখলমুক্ত করতে ডেকো গার্মেন্টসকে সময় বেঁধে দিল এসিল্যান্ড

গাজীপুরের শ্রীপুরে ডেকো গার্মেন্টস নামক শিল্প প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে বালু ভরাট করে লবলং নদী দখলের ঘটনায় শনিবার দৈনিক ভোরের আকাশে খবর প্রকাশিত হবার পর লবলং নদী দখল মুক্ত করতে ডেকো গার্মেন্টস কর্তৃপক্ষকে সময় বেঁধে দিল শ্রীপুরের এসিল্যান্ড।

শনিবার (১৪সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে লবলং নদীর দখল কার্য পরিদর্শনে গিয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ ডেকো গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষকে ডেকে দখল কার্য বন্ধ করতে নির্দেশ দেন।

নদীর পাড় ও নদীর ওপর অবৈধভাবে ফেলা বালু সরিয়ে নেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে একদিনের সময় বেঁধে দেন তিনি। এছাড়াও জমির শ্রেণি পরিবর্তনের অনুমতি ছাড়া কৃষি জমিতে বালু ভরাটের কাজও বন্ধ করতে নির্দেশ দেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া লবনং নদীর পাড় এবং পাড়ের পাশদিয়ে অবৈধ ভাবে রাস্তা না করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় লবলং নদীতে অবৈধভাবে বালু ভরাটের মাধ্যমে নদী দখলের কার্য চালাচ্ছিল স্থানীয় ডেকো গার্মেন্টস কর্তৃপক্ষ। নদী দখলের এমন খবর শনিবার দৈনিক ভোরের সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন জরুরী ভিত্তিতে এ পদক্ষেপ গ্রহণ করেন।

শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী ভোরের আকাশকে বলেন, নদী দখলের খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসনের জরুরী পদক্ষেপে নদীর দখল কার্য বন্ধের নির্দেশনা সত্যিই প্রশংসনীয়। এর পরেও প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় নদী দখলের চেষ্টা করলে বৃহতর আন্দোলনে যাবে নদী পড়িব্রাজক দল।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version