-->
শিরোনাম

১ হাজার ৮৬৩ টি শিল্প কলকারখানা মধ্যে ১৪০০ কল কারখানায় কার্যক্রম স্বাভাবিক

সাভার প্রতিনিধি
১ হাজার ৮৬৩ টি শিল্প কলকারখানা মধ্যে ১৪০০ কল কারখানায় কার্যক্রম স্বাভাবিক

গত দুই সপ্তাহের বেশি সময় শ্রমিক অসন্তোষের জেরে অস্থিতিশীল পরিবেশ কাটিয়ে ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ব্যতিত সপ্তাহে প্রথম দুই দিন, শনি ও রবিবার স্বাভাবিক কর্মপরিবেশ ধরে রাখার পর আজ সোমবার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে সরকারি ছুটির দিন হওয়ায় এই অঞ্চলের বিভিন্ন খাতের বেশ কিছু কলকারখানা আজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ইতোমধ্যেই বলা চলে শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। গত দুই দিনও এই অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা চালু ছিলো, শ্রমিকরা স্বতস্ফুর্তভাবে কাজ করছেন। আজও তার ব্যাতিক্রম হয়নি। তবে ছুটির দিন হওয়ায় কিছু কারখানা আজ বন্ধ রয়েছে।

তিনি জানান, শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় মোট ১ হাজার ৮৬৩ টি শিল্প কলকারখানা রয়েছে, যার মধ্যে ১৪০০ কল কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। বাকী গুলোতে সরকারি ছুটি হওয়ায় আজ কারখানা বন্ধ রয়েছে।

পোশাক খাতের একটি শিল্প গ্রুপের একজন উর্ধতন কর্মকর্তা জানান, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আজ আশুলিয়া অঞ্চলে তাদের সকল কারখানা ছুটি রয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version