সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বদলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া এবং প্রবাসী সিজিল মিয়ার মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
গ্রাম্য বিরোধের জেরে বদলপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা বিভক্ত হয়ে পড়েন। তাদের সমিতির নামে ইজারাকৃত পুরাতন জলমহালটির দখল নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। সোমবার সকালে এক পক্ষ দখলের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়।তাদের দিরাই উপজেলা ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে আটকৃতরা হলেন একই গ্রামের জিয়াউর রহমান ও ঔদুধ মিয়া অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/মি
মন্তব্য