-->
শিরোনাম

ফেনীতে সংবাদকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ফেনী প্রতিনিধি
ফেনীতে সংবাদকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ফেনী জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপার মো: হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে ফেনী পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার উপস্থিত সকল সংবাদকর্মীদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আমার প্রথম দায়িত্ব হচ্ছে ফেনীবাসীর নিরাপত্তা বিধান করা। আমি এই জেলায় পুলিশ সুপার হিসেবে আমি আমার টিমের সকল সদস্যদের নিয়ে ফেনী জেলার সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা রাষ্ট্রের আইন ও বিধিবিধানের মধ্যে ‍দিয়ে ফেনীর প্রত্যেকটা ক্ষেত্রকে সম্মান জানাতে চাই ও সম্মান রাখতে চাই।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো ট্রলারেন্স। পুলিশ এবং সাংবাদিকদের কাজে অনেক মিল রয়েছে। আমরা সাংবাদিকদের সাথে সমন্বয় করে জনকল্যাণে কাজ করতে চাই।

এই সময় পুলিশ সুপার সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version