-->
শিরোনাম

পাহাড়ে সোহার্দ স্থাপনে সবাইকে এগিয়ে আসতে হবে: নৌ, বস্ত্র, ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা

মাসুদ রানা, বরিশাল
পাহাড়ে সোহার্দ স্থাপনে সবাইকে এগিয়ে আসতে হবে: নৌ, বস্ত্র, ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা
পাহাড়ে শান্তি বজায় রাখতে সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি রোববার দুপু‌রে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, ‘নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতিতে মহাসাগর চুরি হয়েছে।’ দুর্নীতিরোধে দেশবাসীর কাছে সহায়তা চান তিনি। সরকার মব জাস্টিসের পক্ষে নয় জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেন এম সাখাওয়াত।
 
দুই দিনের সফরে রোববার বরিশালে আসেন উপদেষ্টা।
 
একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে, বৃক্ষ রোপন করেন তিনি।
 
বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে, দুবাই ও সিঙ্গাপুর এম্বেসিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে বলেও ঘোষনা দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
 
তি‌নি ব‌লেন, ‘আমি দুইটি মন্ত্রণাল‌য়ে আছি। এটা‌কে সাগর চু‌রি বলা যায় না, হ‌য়ে‌ছে প্রশান্ত মহাসাগর চু‌রি। লাস্ট ১৫ বছর যে সরকার ছি‌লে তারা পু‌রো সি‌স্টেম করাপ্ট ক‌রে ফেল‌ছে। এখান থে‌কে বের হ‌য়ে আসা খুবই ডি‌ফিক‌্যাল্ট। কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো সি‌স্টেম নাই যে করাপ্ট করা হয়‌নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ ক‌রে ফেলা হ‌য়ে‌ছে। অল‌মোস্ট ফি‌নিশ। আমরা চেষ্টা কর‌ছি এগু‌লো ঠিক করার। ত‌বে এটা ২ অথবা ৩ বছ‌রে ঠিক করা সম্ভব না। সরকা‌রি পাটকল একটাও চল‌ছে না, আমরা চেষ্টা কর‌ছি সেগু‌লো লিজ দি‌য়ে চালু করার। সরকা‌রের পক্ষে ব‌্যবসা করা সম্ভব না।’
 
পাহাড়ের পরিস্থিতির ব্যাপারে উপ‌দেষ্টা ব‌লেন, ‘পাহা‌ড়ে সব সময় সমস‌্যা ছি‌ল। সেখ‌নে বাঙালি-অবাঙালি বা‌দে ১৩/১৪‌টি কমিউ‌নি‌টি আছে, কেউ ছোট, কেউ বড়। তা‌দের ম‌ধ্যে সৌহার্দ‌্য বজায় রাখ‌তে হ‌লে অপাহাড়ি যারা আছে তা‌দের বুঝ‌তে হ‌বে পাহা‌ড়ি‌দের দু:খ ও বেদনা। লোকা‌লি এই সৌহার্দ‌্য বাড়া‌তে হ‌বে। কেউ যা‌তে ইন্ধন যোগা‌তে না পা‌রে সে‌দি‌কে খেয়াল রাখ‌তে হ‌বে। রক্তপাত বন্ধ করাটা বেটার। সম্প্রী‌তি বজায় না রাখ‌লে সবারই ক্ষ‌তি।’
 
ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version