-->

মসজিদে তবারক বিতরণ নিয়ে সংঘাতে আহত ব্যক্তির মৃত্যু

হুমায়ুন রশিদ জুয়েল, কিশোরগঞ্জ
মসজিদে তবারক বিতরণ নিয়ে সংঘাতে আহত ব্যক্তির মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মো. ওহাব ভূঁইয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মো. ওহাব ভূঁইয়া উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

গত শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির দা-ওয়ালা গোষ্ঠীর লোকজন ভূঁইয়া গোষ্ঠীর ওহাব ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে মাটিতে ফেলে রাখে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দা-ওয়ালা গোষ্ঠীর লোকজন ভূঁইয়া গোষ্ঠীর ওহাব ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে তার মৃত্যু হয় ।

ওহাব ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তারা গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনাস্থলে সেনাসদস্যরা তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ধারালো অস্ত্র, লাঠিসোঁটাসহ পাঁচজনকে আটক করে।

সেনাবাহিনী সূত্র জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ইটনা থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা ভোরের আকাশকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version