-->

জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি জব্দ

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম আব্দুর রশিদ (১৯)। সে ফতেহপুর ইউনিয়নের উপরশ্যামপুর গ্রামের ঈমানী মিয়ার ছেলে।

দিনের অপর এক অভিযানে প্রাইভেটকারে পাচারকালে ১২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার আলুবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম ও উপ পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নাম্বার প্লেটবিহীন একটি নীল রংয়ের কাভার্ড ভ্যান সিগন্যাল দিলে তা পুলিশের পাশ কাটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ পিছন পিছন ধাওয়া করলে জৈন্তাপুর মডেল থানার সামনে এসে পৌছালে পুলিশের এএসআই সুমন মিয়া সহ পুলিশের টিম সেই গাড়ী আটক করে। এ সময় গাড়ীতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সহ আব্দুর রশিদকে আটক করা হয়।

দিনের অপর এক অভিযানে দরবস্তে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সাদা রংয়ের একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো -গ -১৭-২৯৯০) হতে বারো বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি গাড়ী ফেলে পালিয়ে যায়।

এ দিকে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক ও চিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version