-->
নিম্নমানের সামগ্রী ক্রয় ও হয়রানি

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

নিম্নমানের সামগ্রী ক্রয়, কৃত্তিম জনবল সৃষ্টিসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের নানাভাবে হয়রানি করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে কর্মসূচীটি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিরা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড (বিআরইবি) নিম্নমানের সামগ্রী ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্তিম সংকট সৃষ্টি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিদের নানাভাবে হয়রানি করছে। জনমনে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে বিরুপ ধারণা সৃষ্টিতে সহায়তা করছে। আমরা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়ন জেনারেল ম্যানেজার আবু আশরাফ মো. সালেহ, জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, ডিজিএম (কারিগরি) বেলাল হোসেন প্রমুখ।

কর্মসূচিতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version