টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দিবাগত রাত সাড়ে বারো টার দিকে উপজেলার শুলাকুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪ জনের মধ্যে নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ঘাগড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৩) ও জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মহিষ বায়ান গ্রামের মৃত আ. ওয়াজেদের ছেলে জিয়াউল (৩৫)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ নান্নু খান স্থানীয়দের বরাতে জানান, ঢাকা হতে ছেড়ে আসা ময়মনসিংহগামী ক্রাউন ডিলাক্সের একটি বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের শোলাকুড়া নামক স্থানে আসলে বিপরীতমুখী থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি নিহত হন। পরে স্থানীয় লোকজন, কালিহাতী ফায়ার সার্ভিস এবং এলেঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে আহত আরও ৭-১০ জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে। পরে হাসপাতাল নেওয়ার পথে আরও দুই জন মারা যান।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এদিকে এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। সকালে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ভোরের আকাশ/মি
মন্তব্য