-->

পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটক ৬  

সাভার (ঢাকা) প্রতিনিধি
পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে আটক ৬  

সাভারের আশুলিয়ায় শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। আজ রোববার দুপুরে আসামীদের আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। এর আগে গতকাল শনিবার সন্ধায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথবাহিনীর সদস্যরা। 

আটকৃতরা হলো- গিয়াস উদ্দীন, আবুল হোসেন নিমাই, মাহির, আরিফ, তাহেরুল ইসলাম ও রাজু আহমেদ। তারা সবাই আশুলিয়ার পলাশবাড়ি এলাকার বসবাস করে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারি বিশৃঙ্খলা তৈরি করে আসছে, যার ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে।

এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারিদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ৬ জনকে আটক করা হয়।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version