-->
শিরোনাম

শেরপুরে ভয়াবহ বন্যার কবলে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে-৮

মেহেদী হাসান শামীম, শেরপুর 
শেরপুরে ভয়াবহ বন্যার কবলে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে-৮

শেরপুরে স্বরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনই মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। এ পর্যন্ত বন্যার কবলে পড়ে জেলায় আট জনের মৃত্যু হয়েছে।

এর আগে ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন। তিনি জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়ির খলিলুর রহমান (৬৫), আন্ধারুপাড়ার ইদ্রিস আলী (৬৬), নিশ্চিন্তপুর কুতুবাকুড়া গ্রামের দুই সহোদর ভাই আলম (১৭) ও হাতেম (৩০), বাঘবেড় বালুরচর এলাকার ওমেজা বেওয়া। এছাড়া ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া এলাকা থেকে একজন উদ্ধার হয়েছে। তবে তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি।

এদিকে আজ (৬ সেপ্টেম্বর) রবিবার নকলা উপজেলার বন্যা কবলিত এলাকায় দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন- নকলা উপজেলার উরফা ইউনিয়নের কুড়েরকান্দা বন্যার পানিতে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত মোক্তার আলী (৫০) মারা গেছেন, অপরদিকে একই উপজেলার গণপদ্দি গজারিয়া বন্যার পানিতে ডুবে আ. রাজ্জাক নামে আরেকজনের মৃত্যু হয়েছে। দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version