-->
শিরোনাম

শেরপুরে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

মেহেদী হাসান শামীম, শেরপুর প্রতিনিধি
শেরপুরে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

শেরপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রানসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ ৭ অক্টোবর সোমবার দুপুরে নকলা উপজেলার ধনাকুষা এলাকায় দুই হাজার পরিবারের মাঝে এইসব ত্রান-সামগ্রী বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক পিএসসি, ক্যাম্প কমান্ডার মেজর তাওসীফ বিন হোসেন সহ অন্যান্য সেনা সদস্য ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক পিএসসি, বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নির্দেশনায় শেরপুর জেলার ৫টি উপজেলায় ত্রান-বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া বন্যাদুর্গত এলাকায় স্পিডবোর্ডের মাধ্যমে রান্না করা খাবার দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version