চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার দুপুরে জেলার তিনটি পূজামণ্ডপে গিয়ে ধর্মীয় আচারে অংশ নেন তিনি। রাজশাহী থেকে সড়কপথে চাঁপাইনবাবগঞ্জ এসে মনোজ কুমার প্রথমেই যান চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরাণী মন্দিরে। সেখানে ধর্মীয় আচার শেষে বারঘরিয়া বাইশ পুতুল সার্বজনীন দুর্গা মন্দির ও সবুজসংঘের মোড়ে সার্বজনীন মন্দিরে প্রতিমা পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কথা বলেন ভারতীয় সহকারী হাইকমিশনার। পূজামণ্ডপ পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চট্টপাধ্যায়, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
ভোরের আকাশ/রন
মন্তব্য