ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় নেত্রকোনার বারহাট্টায় বন্যাকবলিত অসহায় মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০তম বিসিএস (প্রশাসন) অ্যাসেসিয়েশন গত শুক্রবার বিকেলে নৌকায় করে বারহাট্টার রায়পুর ইউনিয়নের রত্নপুর ও সেমিয়া গ্রামের ১২২ পরিবারের মাঝে এক লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ১ কেজি আলু, ৫শ’ গ্রাম করে চিনি, মসুর ডাল ৫০০ গ্রাম, মরিচের গুঁড়ো এক প্যাকেট, হলুদ গুঁড়া এক প্যাকেট, দুই পিস মোমবাতি, এক পিস গ্যাস লাইট, ৫ পিস স্যালাইন, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, লবণ ও সয়াবিন তেল ৫০০ গ্রাম করে।
নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি, বারহাট্টা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ খান, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।
নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে বিসিএস (প্রশাসন) এর পক্ষ থেকে বারহাট্টার ১২২ পরিবারের এক লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য