দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশায় বরগুনায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও দেয়ালে দেয়ালে সচেতনতার বার্তায় গ্রাফিতি অংকন করেছে স্থানীয় যুব স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। রবিবার (১৩ অক্টোবর) সকালে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে 'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহশীল ভবিষ্যৎ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ, উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আর হাসি প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে জাগোনারীর সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের পরিচালনায় পৌর টাউনহল মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।
এছাড়াও বরগুনা সদরের গৌরিচন্না হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় ও ছোট গৌরিচন্না খান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও জাগোনারীর স্বেচ্ছাসেবকরা বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতার বার্তায় গ্রাফিতি অংকন করে।
ভোরের আকাশ/মি
মন্তব্য