ফেনীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বিসর্জনকে কেন্দ্র করে শহরের কালিপালের দশমী ঘাট ছিলো উৎসব মুখর পরিবেশ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাসে দুর্গাকে বিসর্জন দিতে বিকেল থেকেই ভক্তবৃন্দরা জড়ো হন দশমীঘাটে। ঢাকের তালে তালে আর নাচে গানে মাতোয়ারা হয়ে উঠেন ভক্তরা। এবার ফেনীর ১৪৬ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা।
রোববার বিকেলে বিজয়া দশমীতে শহর সংলগ্ন কালিপাল দশমী ঘাটে পৌর এলাকাসহ আশপাশের ৩০-৩৫টি প্রতিমা বিসর্জন দেয়া হয়। এসময় বিসর্জনস্থানে হাজার হাজার নারী-পুরুষসহ সব বয়সী মানুষ সমবেত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান,বাংলাদেশ সেনাবাহিনী ফেনী জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান,ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন।
ভোরের আকাশ/মি
মন্তব্য