-->
শিরোনাম
শেরপুর সদর হাসপাতাল

ইনজেকশন দেওয়ার পর অসুস্থ ৩০ রোগী 

শেরপুর প্রতিনিধি
ইনজেকশন দেওয়ার পর অসুস্থ ৩০ রোগী 

শেরপুরে সদর হাসপাতালে ভর্তি  হওয়া রোগীদের ইনজেকশন দেয়ায় ৩০ জন রোগী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে শেরপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শ্বাসকষ্টের কারণে কমপক্ষে ১২ জন রোগীকে অক্সিজেন দেয়া হচ্ছিল। অন্যান্য রোগীরাও খিচুনি, পেট ব্যাথা, মাথাব্যথা এবং বমি করছিল।

হাসপাতালে কর্তব্যরত কয়েকজন নার্স জানান, এন্টিবায়োটিক গ্রুপের সেফটিয়াক্সজম ও প্যান্টিট নামে দুটি ইনজেকশন দেওয়ার পর থেকেই রোগীরা অস্থিরতা পেট ব্যথা, খিচুনি ও শ্বাসকষ্টে ভুগতে থাকে। পরে কর্তব্যরত  ডাক্তাররা এসে রোগীদেরকে চিকিৎসা দিতে শুরু করেন। এ সময় তিনজন রোগী গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এদিকে কর্তব্যরত নার্স ইনজেকশন দেয়ার পরপরই অবস্থা বেগতির দেখে সটকে পারেন বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হুমায়ূন আহমেদ নূর জানান, ঘটনার পর অসুস্থ রোগীদের অক্সিজেনসহ চিকিৎসা দেয়া হয়েছে।  কেন এমন ঘটনা ঘটলো এখনও জানা যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version