-->
শিরোনাম

সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শরীয়তপুর জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক শত্রুতার জেরে তার ছোট ভাই সাইদুর রহমান সুইট এ হামলার নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় সাংবাদিক মফিজুর রহমান রিপন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সোমবার বিকেলে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুর রহমান রিপনের ছোট ভাই সাইদুর রহমান সুইট বেশ কিছুদিন যাবত তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও একটি দেওয়ানী মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। এ বিষয়ে মফিজুর রহমান রিপন রবিবার দুপুরে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করার জন্য তার ভোজেশ্বরের বাড়ি থেকে বের হয় এবং ভোজেশ্বর বাস-স্ট্যান্ডে মদীনা হোটেলের নিকট পৌঁছালে তার ছোট ভাই সাইদুর রহমান সুইটের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।

সাংবাদিক মফিজুর রহমান রিপন জানান, সন্ত্রাসীরা তার উপর বাঁশের লাঠি, কাঠের টুকরা ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিণ্ন স্থানে নীলাফুলা জখম করে এবং নাকের হাড় ভেঙ্গে ফেলে। এসময় তার সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সাইদুর রহমান সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মফিজুর রহমান রিপন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version