-->
শিরোনাম

রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি" এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে র‍্যালি ও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, সূর্যনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক এবং সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মনোয়ার আহমেদসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলার উপর একটি মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

ভোরের আকা্যশ/মি

 

মন্তব্য

Beta version