রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মদ পানে জয় বিশ্বাস (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জয় সোনাপুর গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা বিধান কুমার বিশ্বাসের ছেলে এবং সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। একই ঘটনায় একই গ্রামের মদন কুমার বিশ্বাস ও তাঁর ছেলে বিজয় কুমার বিশ্বাস অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৩ অক্টোবর) রাতে প্রতিমা বিসর্জনের আগে, যখন তাঁরা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন।
নিহত জয়ের বাবা বিধান কুমার বিশ্বাসের দাবি, মদ পানে নয়, তাঁর ছেলে গ্যাসের সমস্যার কারণে মারা গেছে। তবে, স্থানীয় পল্লী চিকিৎসক নীরদ বরণ বিশ্বাস জানিয়েছেন, জয়ের অসুস্থ হওয়ার পর তাঁকে ডাকা হয়েছিল এবং মদ পানের বিষয়টি গোপন করা হয়েছিল। তিনি প্রাথমিকভাবে গ্যাসের চিকিৎসা দেন, কিন্তু পরে জয়ের মৃত্যু ঘটে এবং তখন তিনি জানতে পারেন যে জয় মদ পান করেছিল।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানিয়েছেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃতদেহ দাহ করা হয়। ধারনা করা হচ্ছে জয় উপোষ ছিল এবং প্রতিমা বিসর্জনের সময় নাচানাচির পর অসুস্থ হয়ে পড়েছিল। স্থানীয় চিকিৎসকের সেবা পাওয়ার পর রাতেই তাঁর মৃত্যু ঘটে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য