ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও বরগুনায় এখনো ওষুধ প্রয়োগসহ নেওয়া হয়নি মশক নিধনে কোনো প্রকার ব্যবস্থা। মানুষের স্বাস্থ্য ও অর্থনীতির ক্ষতি কমাতে মশার সংখ্যা নিয়ন্ত্রণ করা খুব জরুরি। ‘হারাবো না কখনো মানবতার দিক সদা থাকবো মানুষের পাশে হয়ে মানবিক’। এই স্লোগানকে সামনে রেখে মানবিক বরগুনার উদ্যোগে বরগুনা জেনারেল হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। এরই ধারাবাহিকতাকে সামনে রেখে বরগুনা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন মানবিক বরগুনার একটি টিম।
এ সময় উপস্থিত ছিলেন মানবিক বরগুনা এর রক্তদান বিষয়ক সম্পাদক ও ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর নব-নির্বাচিত সভাপতি এস এম মেহেদী হাসান, নবনির্বাচিত সেক্রেটারী শাহ মো. অলি হাওলাদার, মানবিক বরগুনা এর দপ্তর সম্পাদক সজীব, সাধারণ সদস্য মোসা. রিপা, মো. সোয়ান, মারিয়া, স্বর্ণা, হিমা, কাইয়ূম প্রমুখ।
এসময় সভাপতি এস এম মেহেদি হাসান, হাসপাতালের কর্তৃপক্ষ রোগী ও স্বজনদের ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে বিভিন্ন পরামর্শ দেন। ভবিষ্যতেও এমন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার দেন। বরগুনা জেনারেল হাসপাতাল গুরে দেথা যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা অনেক বেশি। বছরের শুরু থেকে মাসে দু-একজন আক্রান্ত রোগী ভর্তি হলেও গতমাস থেকে হাসপাতালে প্রায় নিয়মিত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। তাই আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার সবাইকে আহবান জানাচ্ছি।
ভোরের আকাশ/মি
মন্তব্য