পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থী মো: তানভীর (১৮) এইচএসসি ফলপ্রার্থী ছিলো। সে পিরোজপুর শহরের দশ নিড়ের গলি এলাকার মোঃ আজিমের ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানাগেছে, তানভীর এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলো। গত ২ দিন পূর্বে সে ঢাকাতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়। গত রোববার ঢাকা থেকে পিরোজপুর নিজ বাড়িতে চলে আসে। সন্ধ্যায় সে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো: নিজাম উদ্দিন জানান, তানভীর রোববার হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পরে। আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।
পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। জেলায় এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এর মধ্যে আজ ১ জন ও পিরোজপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছেন ১ জন।
ভোরের আকাশ/ সু
মন্তব্য