গত ৪ আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি কর্মী সুমন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এই হত্যা মামলায় আজ মঙ্গলবার বিকেলে জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক রাসেল মাহমুদ তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই সময় জান্নাত আরা হেনরী ও তার স্বামীর জামিন ও কারাগারে ডিভিশনের আবেদনও না মঞ্জুর করেন বিচারক। সিরাজগঞ্জ সদর থানার জিআরও স্বপন ও মামলার বাদিপক্ষের আইনজীবি এ্যাড. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই আদালতের আদেশে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রঞ্জু হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ছিলেন এই দম্পত্তি।
বাদিপক্ষের আইনজীবি এ্যাড. নাজমুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্র-জনতার উপর হামলা করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। হামলা চলাকালে গুলিতে নিহত হয় বিএনপি কর্মি সুমন। এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমের আসামি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু। আজ তাদের আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে গত ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে র্যাব। ২ অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ড প্রদান করে আদালত। রিমান্ড শেষে ৮ অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে জেলহাজতে প্রেরণ করা হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য