-->
শিরোনাম

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ
সিরাজগঞ্জে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

সিরাজগঞ্জে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন।

জেলা প্রশাসক শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করেন। এর আগে শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের সার্বিক সাহায্য ও সহযোগিতা প্রদান করবেন।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version