-->

জামায়াত ইসলামী চায় মানবিক বাংলাদেশ

সাভার প্রতিনিধি
জামায়াত ইসলামী চায় মানবিক বাংলাদেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত ইসলামী চায় মানবিক বাংলাদেশ। যেখানেই মানবতার বিপর্যয় ঘটেছে সেখানেই মানবতার পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ এবং আহতরা আমাদের জাতীয় বীর।’

বৃহস্পতিবার রাতে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে গুলিবিদ্ধ চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। জুলাই - আগস্ট বিপ্লবে পুলিশ ও সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে আহতদের ৫৭ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন সাভারে পক্ষাঘাত গ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি'তে। এদের মধ্যে স্পাইনাল কর্ডে গুলিবিদ্ধ ৬ জন রোগীর অবস্থা গুরুতর ‘

জামায়াতে ইসলামীর আমির চিকিৎসাধীন রোগীদের শয্যা পাশে যান এবং তাদের চিকিৎসারসহ পরিবারের খোঁজখবর নেন। পরে সিআরপির রেড ওয়ে হলে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আমরা চাই না দেশের জন্য যারা এত বড় ত্যাগ স্বীকার করেছে তারা কারো দয়ার পাত্র হয়ে থাকুক। সর্বাত্মক সহযোগিতা নিয়ে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ এবং আহতদের পাশে রয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এবং আহতদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনেও তাদের পাশে থাকবে দলটি।’

চিকিৎসাধীন রোগীদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই এখান থেকে চিকিৎসা নিয়ে এই মানুষগুলো যাতে কাজ করে খেতে পারে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। তাদের পুনর্বাসনেও পাশে থাকবে জামায়াতে ইসলাম।’

এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয়রা নেতাকর্মী এবং সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version