-->
শিরোনাম

সন্ত্রাস হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি
সন্ত্রাস হামলা ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের অর্ধশত ব্যবসায়ী মানববন্ধন করেছে। এর আগে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলায় চার ব্যবসায়ীকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। রবিবার (২০ অক্টোবর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, 'রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি মহল আমাদের ব্যবসায়ীদের উপর দীর্ঘদিন যাবত জুলুম করে আসছে। আমরা প্রতিবাদ করলে তাদের কাছে প্রতিনিয়ত হয়রানি এবং মারধরের শিকার হতে হচ্ছে। জনসম্মুখে রনি, আনোয়ার ও সুমন চাঁদার দাবিতে আমাদের ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। আহতরা এখন মৃত্যু শয্যায়। আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

জানা গেছে, এলাকার বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় তিনজন। এই ঘটনায় পর দিন বালু ব্যবসায়ী সোহাগ মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version