রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারসহ মো. মমিন শেখ (৪১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামের মো. কিয়ামুদ্দিন শেখের ছেলে।
রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্দার মানিক গ্রামে মমিন শেখের বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
সোমবার (২১ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "উপজেলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে মমিন শেখকে গ্রেপ্তার করে।"
এ সময় তার কাছ থেকে একটি লোহা ও কাঠের তৈরি এয়ারগান, একটি লোহার তৈরি দেশীয় একনলা পাইপগান এবং দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোমবার গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য