-->
শিরোনাম

মানিকগঞ্জে ওয়াইল্ডইফ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ওয়াইল্ডইফ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

''স্মার্ট তারুণ্য, বাঁচবে অরণ্য'' এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে ওয়াইল্ডইফ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী চ্যাম্পিয়ান ও রানার্স আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২ টায় জেলা বন বিভাগের আয়োজনে, মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড: মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা সামাজিক বন বিভাগের সহকারী বন কর্মকর্তা সংরক্ষক ব্রজগোপাল।

অনুষ্ঠান উপস্থাপনা করেন, জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা বন কর্মকর্তা মো.শরিফুল ইসলাম।

উল্লেখ্য, জেলাব্যাপী ওয়াইল্ডইফ অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৪ অংশগ্রহণের জন্য স্কুল- কলেজের অনলাইনে ৫০০ জন শিক্ষার্থী আবেদন করে। তার মধ্য ২২০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় তার মধ্য থেকে কলেজ শাখায় ৩ জন চ্যাম্পিয়ান ও স্কুল শাখায় ৩ জন চ্যাম্পিয়ান ও ১৪ জন শিক্ষার্থী রানার্স আপ নির্বাচিত হয়।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version