-->

জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়
উপজেলা পরিষদ চত্বর পাবলিক লাইব্রেরির সম্মুখে বৃক্ষ রোপণকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান

পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নাজিরপুর উপজেলার বিভিন্ন সেবা গ্রহীতা, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে ইউএনও অরূপ রতন সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এ সময় নাজিরপুর উপজেলাবাসী উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মিয়া ও ঠিকাদারদের ব্যাপক দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন এবং দ্রুত নাজিরপুরের অসম্পন্ন কাজগুলোকে দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। এ ছাড়া নাজিরপুরে শিশু কিশোরদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক স্থাপনের দাবি করেন। নাজিরপুর সদর বাজারের রাস্তা-ঘাট সংস্কার, দরিদ্র ব্যবসায়ীদের ভিটি বরাদ্দ, বিশেষ করে নাজিরপুর উপজেলায় সাবেক এমপি দোলোয়ার হোসেন সাঈদির প্রতিষ্ঠিত একটি দাখিল মাদ্রাসা স্থাপন হয়েছিল তা ভেঙে বর্তমানে নাজিরপুর বাজারে পরিণত করেছে আ.লীগ। এ মাদরাসার পুনরায় ফিরে পাওয়ার দাবি জানান।

এর আগে নবাগত জেলা প্রশাসক উপজেলা পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর পাবলিক লাইব্রেরির সম্মুখে একটি বৃক্ষরোপণ এবং থানা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও অরূপ রতন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ্, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, উপজেলা জামায়াতের আমির মাস্টার আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি কে এম সাঈদ খান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ (লিলন), সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version