-->

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ ৫ দিনের রিমান্ডে

ফেনী জেলা প্রতিনিধি
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ ৫ দিনের রিমান্ডে

ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর আহাম্মদ হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী রহিম উল্লাহসহ ৪ আসামিকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগম এ রিমান্ড আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হাসান তানিম গ্রেপ্তারকৃত আসামি হাজী রহিম উল্লাহসহ ৪ আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

এসময় আদালতে রহিম উল্লাহর পক্ষে আইনজীবী গিয়াস উদ্দিন জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর ও জামিন নামঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, টমটম চালক জাফর হত্যা মামলায় হাজী রহিম উল্লাহ ও জেলা যুবলীগের সহ সম্পাদক পিএস মানিক, রিফাত ও লিটনের প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত ১২ অক্টোবর হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাকে ফেনী সদর আমলি আদালতে আনা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version