-->
সুনামগঞ্জে বৈষম্যবিরোধী

আন্দোলনের শিক্ষার্থী ইমনকে অবাঞ্ছিত ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি
আন্দোলনের শিক্ষার্থী ইমনকে অবাঞ্ছিত ঘোষণা

সুনামগঞ্জে তদবির বাণিজ্য ও বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে ইমন উদ দোজা নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সরকারি বিভিন্ন দফতরে প্রভাব বিস্তার ও ছাত্রজনতার উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতার না করতে তদবিরসহ নানা অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ২ টায় শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ইমন উদ দোজা বলেন, সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বীকৃত কোনো কমিটি নেই। তাই আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো এখতিয়ারও তাদের নেই।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ইমন উদ দোজা নামের ওই শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বিভিন্ন সরকারি দফতরে অন্যায় ও অন্যায্য তদবির করে যাচ্ছেন। নেতৃবৃন্দ বলেন, ইমন উদ দোজার এইসব অন্যায় ও বেআইনি কর্মকাণ্ডের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কোনো ধরণের সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এনডি ওসমান গণী, ইয়াকুব আলী, সাইমন মিয়া, নাইম আহমদ অন্তু, শরিফ আহমদ, আরাফত পীর, মিজান আহমদ, সুজন রাজ, রাসেল আহমদ, তাবারক হোসেন, তারেক আহমদ প্রমুখ।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version