পিরোজপুরের নাজিরপুরে আয়রন ব্রিজের মালামাল চুরির অভিযোগে এক সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছে। তিনি উপজেলার ১ নং মাটিভাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু (৬০) এবং একই ইউনিয়নের আ’লীগের সভাপতি।
স্থানীয় ভাবে জানাযায়, ইউপি চেয়ারম্যান ইউনিয়নের পরিত্যক্ত আয়রন ব্রিজের মালামাল চুরির করে বিক্রি করে দেয়। সরকারি মালামাল আত্মসতের অভিযোগে ২০২০ সালে তার নামে একটি মামলা দায়ের করেন উপজেলা প্রকৌশলী দপ্তর । মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেয়তারি পরোয়ানা জারি হয়, ২৪ অক্টোবর নাজিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। (২৪ অক্টোবর) গ্রেফতার করে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মালামাল মূলত উপজেলা পরিষদের আমি বাদী হয়ে মামলা করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি ২০২০ সালের আমি নাজিরপুরে যোগদানের পূর্বের ঘটনা, আমি শুনেছি সরকারি মালামাল চুরির বিষয়ে এলজিইডির উপসহকারি প্রকৌশলী আব্দুল গাফফার বাদী হয়ে তাহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
ভোরের আকাশ/মি
মন্তব্য