‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারোমাস’—এই স্লোগানে পিরোজপুরের নাজিরপুর ক্রিড়া একাডেমী ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ৪ দলীয় এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার ২৬ (অক্টোবর) সকাল ১০ টায় নাজিরপুর আরাফাত রহমান কোকো মিনি স্টেডিয়ামে ক্রিড়া একাডেমির সভাপতি মো: মিজান শরিফের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বি এন পির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক এম আনোয়ারুল ইসলাম পলাশ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী,ইয়া হিয়া খান,আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি রেজাউল করিম মিটুল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার,যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন প্রমুখ।
সঞ্চালনা করেন নাজিরপুর ক্রিয়া একাডেমির সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ বাপ্পী।
খেলা শেষে ২ গোলে বিজয়ী উদয়কাঠী টাইগার পিরোজপুর ক্লাবের,দলের টিম ম্যানেজারের হাতে প্রথম পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, এবং আলহাজ্জ মঈনদ্দিন স্মৃতি সংঘ ক্লাবের হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।
উল্লেখ্য খেলো শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য