-->

পিরোজপুরে টাস্কফোর্স বাজার মনিটরিং, ৪ ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে টাস্কফোর্স বাজার মনিটরিং, ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে পিরোজপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে গঠিত বিশেষ টাস্কফোর্স বাজার মনিটরিং করে চারজন ব্যবসায়ীকে জরিমানা করেছে। আজ রোববার দুপুরে বিশেষ টাস্কফোর্স বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করে তাদের জরিমানা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন জানান, বাজার পরিদর্শন করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চারজন ব্যবসায়ীর ক্যাশ মেমো ও মূল্য তালিকা না থাকার কারনে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপণ্যের দাম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে আমারা নিয়মিত বাজার মনিটর করছি। কোনো ব্যবসায়ী সিন্ডিকেট বা কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version