-->
শিরোনাম

আন্দোলনে আহত ৩২ জন পেলেন ৩২ লাখ টাকা

সাভার (ঢাকা )
আন্দোলনে আহত ৩২ জন পেলেন ৩২ লাখ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সন্ধ্যায় সাভারে পক্ষাঘাতগ্র¯’দের পূর্ণবাসন কেন্দ্র সিআরপিতে আসেন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

রোববার (২৭ অক্টোবর)সন্ধ্যায় সাভার সিআরপিতে আহতদের আর্থিক সহযোগিতা বাবদ ৩২ জনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।আন্দোলনে আহতদের পূর্ণবাসনে সারাদেশে ১৭৬ জনকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ঢাকা মেডিকেলে ১৩২ জন আহতকে ১ কোটি ৩২ লাখ টাকা ও আজ সন্ধ্যায় পক্ষাঘাতগ্র¯’দের পূর্ণবাসন কেন্দ্র সিআরপিতে আহত ৩২ জনকে নগদ এক লক্ষ টাকা করে সহযোগিতা করা হয়।

পর্যায়ক্রমে সারা দেশে এই আর্থিক সহায়তার কার্যক্রম চলবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারকে দেওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে দেওয়া হচ্ছে এক লাখ করে টাকা। আন্দোলনে হতাহতদের জন্য হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইট চালু করা হয়েছে বলেও জানান তারা। ১৬০০০ নম্বরে সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কল করে সমস্যা ও সহায়তার কথা জানানো যাবে।

মন্তব্য

Beta version