-->
শিরোনাম

মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি

সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে হত্যার ঘটনায় দেওয়ান শহিদুজ্জামান শুভর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তোভোগীর স্বজনরা ও এলাকাবাসী।

আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে শহরের পৌর এলাকার মাসুমপুর উকিলপাড়া মহল্লায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে ভুক্তোভোগীর স্বজনরা বলেন, এঞ্জেল ফুডস্ বিস্কুট কারখানার পণ্য তৈরির জন্য দীর্ঘদিন ধরে একই এলাকার হাজী আব্দুর রহিম ফ্লাওয়ার মিল থেকে ময়দা ক্রয় করা হতো। ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক ভালো থাকায় বিভিন্ন সময়ে বাকিতেও ময়দা সরবরাহ করতেন আব্দুর রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাক। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বকেয়া টাকা চাইতে এঞ্জেল ফুডস্ কারখানায় যান আশফাক। তখন কারখানায় অবস্থান করছিলেন মালিক বাবু মন্ডল ও অপর মালিক শহিদুজ্জামান শুভ। এসময় দেনা-পাওনা নিয়ে কারখানার বাইরে আশফাকুলের সাথে বাবু মন্ডলের তর্ক বিতর্কের একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। বিষয়টি বুঝতে পেরে এগিয়ে গিয়ে শুভ দেখতে পান আশফাক হঠাৎ করে মাটিয়ে লুটিয়ে পড়ছে। যা দেখে ভয়ে তাৎক্ষণিক সেখান থেকে পালিয়ে যান বাবু মন্ডল। পরবর্তীতে অসুস্থ অবস্থায় আশফাককে উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে নিয়ে যান দেওয়ান শহিদুজ্জামান শুভ। পরে আশফাকের পরিবাররের স্বজনদেকেও খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর তার বোন জামাতা হাসপাতালে আসলে আশফাকুল আওয়ালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় এজাহারনামীয় পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন মৃতের বড় ভাই রাকিবুল। এতে এঞ্জেল ফুডস্ কারখানায় মালিক শহিদুজ্জামান শুভকে দ্বিতীয় আসামি করা হয়। এ ঘটনায় শহিদুজ্জমান শুভকে গ্রেফতার করে পুলিশ।

এ সময়ে বক্তারা বলেন, সৎ, ভদ্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব দেওয়ান শহীদুজ্জামান শুভর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়। সেই সাথে এ ঘটনায় সঠিক তদন্তের দাবি জানান এলাকাবাসী।

এ সময়ে বক্তব্য রাখেন, শহীদুজ্জামান শুভর বাবা দেওয়ান তোফাজ্জল হোসেন, মাতা সেহেলী জাহান,মাসুমপুর সয়াধানগড়া নতুন পাড়া আলীআজগর রিপন ,মোঃ সাইদুর রহমান খোকন, মাসুদ আহমেদ কায়েস মাসুমপুর সয়াধানগড়া নতুন পাড়া এলাকার বাসিন্দা, আক্তারুজ্জামান প্রমুখ।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version