-->
শিরোনাম

ফেনীতে হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
ফেনীতে হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গুলিতে কলেজছাত্র ছাইদুল ইসলাম (২০) হত্যা মামলার আসামি ও ছাত্রলীগ নেতা মোসলেম উদ্দিন শাকিলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত সোমবার রাতে ফেনী পৌরসভার একাডেমি রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাকিল সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মৃত এম এ গোফরানের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ ফেনীর কোম্পানি কমান্ডার সাদিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি মোসলেহ উদ্দিন শাকিল ফেনী পৌরসভার একাডেমি রোড এলাকায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে মোসলেহ উদ্দিন শাকিলকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল তিনি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলি চালান অভিযুক্তরা। এ সময় ভুক্তভোগী ছাইদুল ইসলাম প্রাণ ভয়ে দৌড়ে মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ দিকে চলে যান। একপর্যায়ে আত্মরক্ষার জন্য স্টার লাইন কাউন্টার সংলগ্ন ফ্লাইওভারের ওপরে উঠলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে অবস্থানরত ছাত্র-জনতা ওই কলেজছাত্রকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত কলেজ ছাত্রের বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় ৯৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version