শেরপুরে উলামা ও সুধী সম্মেলনে চরমুনাই ফয়জুল করীম

শেরপুর প্রতিনিধি
শেরপুরে উলামা ও সুধী সম্মেলনে চরমুনাই ফয়জুল করীম

মুক্তির মুলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র স্লোগানে শেরপুরে উলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (২৯ অক্টোবর) মঙ্গলবার বিকেলে শেরপুর শহরের টাউনহল রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ'র নায়েবে আমীর (শায়খে চরমুনাই) মুফতি সৈয়দ ফয়জুল করীম কাসেমী হাফিজাহুল্লাহ।

উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৪ এর ৫ আগস্ট আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান হবে। কিন্তু আমরা কি দেখলাম ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই। তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা কি দেখেছি, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হয় নাই। যারা দল করছে হাজার গুণ মাফ, ধর্ষণ করছে মাফ, একশো ধর্ষণ করার পরও গ্রেফতার হয় নাই।

চরমুনাই ফয়জুল করীম বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ বলে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। হাত পাখা এমন একটা প্রতীক শান্তির প্রতীক। মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টানরা ব্যবহার করে। গরিব-ধনী নারী পুরুষ সবাই হাত পাখা ব্যবহার করে। তিনি সবার কাছে হাত পাখায় ভোট চান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন রাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আজিজুর রহমান (বড় হুজুর), উপদেষ্টা মাওলানা মিরাজ উদ্দিন সাহেব, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সভাপতি পীরে কামেল আলহাজ্ব হরযত মাওলানা আজিজুল হক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ সাইফুদ্দিন, জাতীয় মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, জামিয়া ফারুকিয়া দারুস সালাম মাদ্রাসার নায়াবে মুহতামিম হযরত মাওলানা মোঃ আঃ সাত্তার আজিজী, ছদর দ্বীনী সংগঠন শেরপুর জেলা শাখার সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল বাছির প্রমুখ।

এসময় জেলা উপজেলা থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য