পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে পুলিশ সুপার বলেন, আমরা এখনো পুলিশের ইমেজ নিয়ে কাজ করছি। পুলিশের হৃত ইমেজ ফেরাতে আরো কিছুটা সময় লাগবে। আমি এখানে থেকে পিরোজপুরে পুলিশের ভাবমুতির্কে অনেক উঁচুতে
নিয়ে যাব ইনশাআল্লাহ। সাংবাদিকদের বক্তব্যের জবাবে তিনি বলেন, পিরোজপুরে ১২ শ’ পুলিশ রয়েছে। এখানকার জনসংখ্যার অনুপাতে প্রতি ১২০০ জনে একজন
পুলিশ। এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার )
মো: মোস্তাফিজুর রহমান । প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস. এম. তানভীর আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, এম.এ. রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, সহ প্রমূখ।
ভোরের আকাশ/মি
মন্তব্য