"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস -২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ার মওদুদ আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্ত্তী তুষার, যুব উন্নয়ন প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ড. এম এ খালেদ, সহকারী পরিচালক, খাদেমুল ইসলাম,যুব সংগঠন আব্দুল হাই বিভিন্ন এনজিও প্রতিনিধিগন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ, যুব ঋণের চেক, ড্রাইভিং লার্নার, যুব সংগঠন নিবন্ধন সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য