র‌্যাব-৮ এর অভিযানে বিলুপ্ত প্রজাতির চার বস্তা কচ্ছপ উদ্ধার ও দুইজন পাচারকারী আটক

বরিশাল প্রতিনিধি
র‌্যাব-৮ এর অভিযানে বিলুপ্ত প্রজাতির চার বস্তা  কচ্ছপ উদ্ধার ও দুইজন পাচারকারী আটক

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শান্তি শৃংখলা রক্ষায় বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলে অভিযান পরিচালনা করে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, চোরাচালান, বন্য প্রাণী পাচার ও ক্রয়-বিক্রয়রোধসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড রোধে অতি দ্রুততার সাথে আসামী গ্রেফতার করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে যা সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।

ব্যাব-৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসি গাড়ীতে করে বিপুল পরিমাণ কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল অদ্য গতকাল বৃহস্পতিবার আনুমানিক ১০:৪০ ঘটিকার সময় বরিশাল মহানগরীর বন্দর থানাধীন লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিসি বাস নং ঢাকা মেট্রো-ব-১১-১৯৮৮ বাস তল্লাশী করে বিলুপ্ত প্রজাতির ২২২ টি কচ্ছপ যার ওজন ১৬০ কেজি চারটি বস্তাবন্ধি অবস্থায় উদ্ধার করে।

 এসময়, উক্ত বাসের সুপাভাইজার ও সহকারী যথাক্রমেঃ ১। মোঃ ফয়সাল (২৭) (সুপারভাইজার), পিতাঃ আঃ মোতালেব, সাং-দক্ষিণ বালিয়া, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা, ২। মোঃ সজিব শেখ (২৬) (সহকারী), পিতাঃ মোঃ আবু শেখ, সাং- চর হোগলা বুনিয়া, থানাঃ মোড়লগঞ্জ, জেলাঃ বাগেরহাট’দ্বয়কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তর, সদর রেঞ্জ, বরিশালের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন -২০১২ এর ধারা ৬(১) এ মামলা দায়ের করা হবে মর্মে জানা যায়।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য