-->
শিরোনাম

নেছারাবাদে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকাসহ ৪ চাঁদাবাজ গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
নেছারাবাদে সেনাবাহিনীর অভিযানে নগদ টাকাসহ ৪ চাঁদাবাজ গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সেনাবহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৪ চাঁদাবাজকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছারছীনা গ্রামের আব্দুল হাকিমে ছেলে মোঃ লোকমান, জগৎপট্টি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোঃ ইব্রাহিম, ছারছীনা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মনিরুল ইসলাম, একই গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ফরিদ হোসেন।

নেছারাবাদ সেনাক্যাম্প সূত্রে. জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর উপজেলার সেনা ক্যাম্পের সেনাবাহিনী নিয়মিত টহল অভিযানে নামেন। এসময় উপজেলার মাগুরা বাজারে ওই ৪ ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়ক থেকে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিল। সেনাবাহিনী তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৪৫০ টাকাসহ তাদের বানানো চাঁদা আদায়ের রশিদ জব্দ করে তাদেরকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃতদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমীন জানান, সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version