না‌জিরপু‌রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
না‌জিরপু‌রে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আলী আজম বিপ্লব (৩৫) না‌মের এক নেতা‌কে গ্রেপ্তার করেছে না‌জিরপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলী আজম বিপ্লব উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান মাটিভাংগা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদে নিয়োজিত ছিল বলে জানা যায়। তি‌নি মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের নওশের আলী শেখের ছেলে।

নাজিরপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আলী আজম বিপ্লবের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিস্ফোরক আইন ও নাজিরপুরে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় মামলা হয়ে‌ছে এর প্রেক্ষি‌তে তাকে গ্রেফতার করা হয়েছে এবং পিরোজপুর জেল হাজ‌তে প্রেরণ করা হয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য