গাইবান্ধায় রংধনুর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় রংধনুর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বেচ্চাসেবী সংগঠন 'রংধনু উন্নয়ন সংস্থা'র শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১.৩০ টা পর্যন্ত উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-মাদ্রাসার (৫ম-৮ম-১০ম) শ্রেণীর ৬০০ জন ছাত্র-ছাত্রী। এতে প্রায় ৩০ জন কক্ষ পরিদর্শক ও ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র পরিচালক ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে ১২ টি কক্ষে শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে। কেন্দ্র পরিচালক সালাউদ্দীন আহমেদ হিরু জানান, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কক্ষ-পরিদর্শক, স্বেচ্ছাসেবকরা যথেষ্ট আন্তরিকতার সাথে পরীক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখছেন। স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সকাল ৯টা থেকে পরিক্ষা শুরু হয়েছে, কোনো সমস্যা পরিলক্ষিত হয় নি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিক্ষা সম্পন্ন হয়েছে।

রংধনুর সভাপতি শাহিন আলম বলেন, প্রায় ৫০ টির বেশি প্রতিষ্ঠানের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণী পর্যন্ত ছয়শতাধিক ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থীদের সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সংগঠনের পরিচালক রাজু আহমেদ বলেন, শিশুদের জন্য বৃত্তি একটি ইতিবাচক প্রতিযোগিতা। যখন একটি শিশু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, তখন তার পড়াশোনার প্রতি মনোবল দ্বিগুণ হারে বেড়ে যায়। নিজের প্রতি একটা বোধ তৈরি হয় যে,আমাকেও পারতে হবে।

উল্লেখ্য; রংধনু সংগঠন ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে জেলা, উপজেলার শহরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সামাজিক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে।পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংস্থাটির গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। এর অংশ হিসেবে ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অসংখ্য শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য