ফেনী ইউনিভার্সিটিতে

সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত

ফেনী জেলা প্রতিনিধি
সাইবারজগতে ঝুঁকি ও করণীয় বিষয়ক সেশন অনুষ্ঠিত

ফেনী ইউনিভার্সিটিতে সাইবারজগতে ঝুঁকি ও করণীয় নিয়ে "বি সাইবার স্মার্ট" বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলনায়তনে সাইবার ক্রাইম অ্যাওয়ারন্যাস ফাউন্ডেশন (সিসিএফ) ও ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের মুটিং সোসাইটির যৌথ সমন্বয়ে উক্ত সেশনের আয়োজন করা হয়।

সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হ্যাকিং কি, হ্যাকাররা কিভাবে হ্যাক করে, ফিশিং লিংক, ইমেইল হ্যাকিং থেকে বাঁচার উপায়, সোশ্যাল মিডিয়া হ্যাকিং ও বাঁচার উপায়, ম্যালওয়্যার, স্পাইওয়্যার কি, ডিজিটাল ফরেন সিক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্ট চেকিং, সাইবার অপরাধের শাস্তিসহ নানা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া উক্ত সেশনের উপর কুইজের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩ জন বিজয়ীকে পুরস্কার বিতরণ করা হয়।

সেশনটি পরিচালনা করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারন্যাস ফাউন্ডেশনের কনভেনর ও প্রোগ্রাম সেল আবদুল্লাহ নাইম।

এসময় উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এবং মুটিং সোসাইটির প্রেসিডেন্ট সাখাওয়াত সাজ্জাত সেজান, মুটিং সোসাইটির মডারেটর ও অত্র বিভাগের প্রভাষক উম্মে হাবিবা জিতু, সাইবার প্যারাডাইস লিমিটেড এর চেয়ারম্যান আবদুল্লাহ হাসান, সাইবার ক্রাইম অ্যাওয়ারন্যাস ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলামসহ শিক্ষার্থীরা।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য