শেরপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর হাসপাতালের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ-কর্মী রাজিয়া সামাদ ডালিয়া।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন, সদর হাসপাতালের সহকারী পরিচালক জান্নতুল ফেরদৌস, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, রক্ত সৈনিক শেরপুরের সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম প্রমুখ।
এসময় অন্যান্য জেলা সদর হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও জেলার স্বেচ্ছাসেবকবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদান ও মরোণত্তর চক্ষুদান নিয়ে আলোচনা করে বলেন, দেশে আগের তুলনায় এখন স্বেচ্ছায় রক্তদানে মানুষ এগিয়ে এসেছে। স্বেচ্ছায় রক্তদান উদ্ধুদ্ধ করতে তরুণ-তরুণীরা নিয়মিত কাজ করছে। যার ফলে খুব সহজেই মানুষ রক্তদান করছে এবং মুমুর্ষ রোগী রক্ত পাচ্ছে। এছাড়া দেশে বর্তমানে প্রায় ১৪ লাখ মানুষ দৃষ্টিশক্তিহীন হলেও কর্নিয়াজনিত অন্ধত্বের সংখ্যা ৫ লক্ষাধিক। এদের অধিকাংশ অল্পবয়স্ক। কর্নিয়াজনিত অন্ধত্বের কারণগুলো হলো: ভিটামিন এ’র অভাব।
ভোরের আকাশ/ সু
মন্তব্য