-->

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শনিবার (২ নভেম্বর) দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি রাজবাড়ী জেলার ২৪তম ডিসি হিসেবে নিযুক্ত হয়েছেন। গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলামের এই নিয়োগের আদেশ জারি করা হয়।

জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা, মোহাম্মদ চাঁদ মিঞা, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। তার মা জাহানারা সুলতানা। তিন ভাইবোনের মধ্যে জাহিদুল ইসলাম সবার বড়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক মানব সম্পদ ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাটে যোগদান করেন। কমলগঞ্জ উপজেলায় ইউএনও থাকাকালীন সময়ে ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন জাহিদুল ইসলাম।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version