-->

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান

বরিশাল ব্যুরো
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের অভিযান

জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে, নগরীর নতুন বাজার এলাকায় সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী ১ নভেম্বর হতে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর উপস্থিতিতে বাজারে অভিযান পরিচালনা করা হয়।

রবিবার সকাল সাড়ে ১১টায় তিনি পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সহকারী কমিশনার মোঃ শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো: রবিউল হাসান ভূঁইয়া, পরিবেশ অধিদপ্তর বরিশাল এর কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে।

কাঁচাবাজারে ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। সরকারের এই নির্দেশ যাঁরা অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারী ও বিক্রয়কারীর বিরুদ্ধে অভিযান চালানো হবে।

এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version